Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাম্পাসেই ঈদ করতে হবে ঢাবি শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২১ ২৩:০৬

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এ বছর ক্যাম্পাসেই ঈদুল ফিতর উদযাপন করতে হবে। করোনা মহামারির সংক্রমণ রোধে দেওয়া নতুন এক নির্দেশনায় এই সিদ্ধান্ত দিয়েছে বিশ্ববিদ্যালয়টির উচ্চতর প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ছুটিকালীন কেউই তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

গত শুক্রবার (৭ মে) থেকে শিক্ষকদেরকে উপাচার্যের দফতর এই নির্দেশনা পাঠানো হচ্ছে। সেখানে বলা হয়েছে, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতি ও লকডাউন বিবেচনা করে আসন্ন ঈদুল ফিতরের ছুটিকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অতিজরুরি প্রয়োজন এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

বিজ্ঞাপন

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ঈদুল ফিতরের অনুমোদিত ছুটি প্রয়োজনে কমিয়ে আনা হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আখতারাজ্জামান বলেছেন, ‘পাশের দেশের করোনা পরিস্থিতি ভয়ানক অবনতি হয়েছে। আমরাও এই সংক্রমণ শঙ্কার বাইরে নই। এজন্য এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আমার যদি এখন সচেতন না হই তাহলে পরে আর সুযোগ পাওয়া যাবে না। এই ঈদটা আমরা সবাই মিলে প্রাণের ক্যাম্পাসেই উদযাপন করব।’

সারাবাংলা/টিএস/পিটিএম

ঈদ ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর