Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ০০:৪২

ঢাকা: করোনা সংক্রমণ রোধে দেওয়া লকডাউনের কারণে বন্ধ রয়েছে এসএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ। তবে ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষাবোর্ড। ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। এই সময়ের মধ্যে ফরম পূরণ শেষ করতে হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা-২০২১’র ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হওয়ার কথা ছিল। পরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৪ এপ্রিল কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এ পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষা বোর্ড। ওই সময় আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেছিলেন, ফরম পূরণে যাদের বাকি রয়েছে, বিধিনিষেধ উঠে যাওয়ার পর তাদের সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

এখন বোর্ড বলছে, ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মে। আগের তারিখ অনুযায়ী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করার সুযোগ ছিল। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ছিল ৮ এপ্রিল পর্যন্ত।

সারাবাংলা/টিএস/পিটিএম

এসএসসি ফরম পূরণ সময়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর