Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা রকেটের ভাঙা অংশ ভারত মহাসাগরে

আন্তর্জাতিক ডেস্ক
৯ মে ২০২১ ১১:৪৩

বহুল আলোচিত চীনা রকেটের অনিয়ন্ত্রিত ভাঙা অংশটি অবশেষে পৃথিবীতে আছড়ে পড়েছে। রোববার (৯ মে) সকালে মালদ্বীপের পশ্চিম উপকূলে ভারত মহাসাগরে ওই ১৮ টন ওজনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে বলে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, ধ্বংসাবশেষের ওই অংশটি ভারত মহাসাগরে আছড়ে পড়ার আগেই এর বেশিরভাগ অংশ পুড়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, যুক্তরাষ্ট্র সময় শনিবার রাত ১০টা ২৪ মিনিটে রকেটের ওই ধ্বংসাবশেষটি ভারত মহাসাগরে আছড়ে পড়ে বলে জানিয়েছে চীনের ন্যাশনাল স্পেস অ্যামিনিস্ট্রেশন। তবে মার্কিন মহাকাশ সংস্থা নাসার পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে ২৯ এপ্রিল চীনের বৃহত্তম রকেট লং মার্চ ৫-বি চীনের হাইনান দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তিয়ানহে মডিউল নিয়ে এটি পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। এর ১৮ টন ওজনের মূল অংশটি এক পর্যায়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

এদিকে, রকেটের ভাঙা অংশটি অনিয়ন্ত্রিতভাবে কোথায় আছড়ে পড়ে এ নিয়ে দুনিয়াজুড়ে উদ্বেগ তৈরি হলেও বেইজিং অবশ্য এর ভীতিকে অতটা গুরুত্ব দেয়নি। তাদের দাবি ছিল, এতে ক্ষয়ক্ষতির ঝুঁকি খুবই কম। কেননা, রকেটের বেশিরভাগ উপাদানই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময়ই নষ্ট হয়ে যাবে।

এখন বাস্তবেও তাদের ওই দাবিই প্রতিফলিত হয়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/একেএম

চীনা রকেট টপ নিউজ ভারত মহাসাগর মালদ্বীপ

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর