ঈদে গার্মেন্টস শ্রমিকদের ছুটি ৫ দিন করার দাবি
সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ১৬:১৯
৯ মে ২০২১ ১৬:১৯
ঢাকা: পোশাক কারখানায় ঈদের ছুটি পাঁচ দিন করার দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক নেতারা। সরকার ঘোষিত তিন দিনের ছুটির পরিবর্তে তারা ৫ দিনের ছুটি চান।
রোববার (৯ মে) রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ঈদকে সামনে রেখে সারা দেশের শ্রম পরিস্থিতি নিয়ে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সভায় শ্রম প্রতিমন্ত্রীর কাছে এই দাবি তুলে ধরা হয়।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, “আমরা বছরে দু’টি ঈদ উদযাপন করি। সারাবছর শ্রমিকরা এ দুটি ঈদের জন্য অপেক্ষা করেন। তাই শ্রমিকরা তিন দিনের ছুটি মানতে পারছেন না। তাই ছুটি আরও দুদিন বাড়ানোর দাবি করছি।’
অনুষ্ঠানে অন্য শ্রমিক নেতারাও একই দাবি জানিয়েছেন। এছাড়া শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ করার কথা বলেন।
সারাবাংলা/ইএইচটি/এমও