Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে গার্মেন্টস শ্রমিকদের ছুটি ৫ দিন করার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ১৬:১৯ | আপডেট: ৯ মে ২০২১ ১৭:০৮

ঢাকা: পোশাক কারখানায় ঈদের ছুটি পাঁচ দিন করার দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক নেতারা। সরকার ঘোষিত তিন দিনের ছুটির পরিবর্তে তারা ৫ দিনের ছুটি চান।

রোববার (৯ মে) রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ঈদকে সামনে রেখে সারা দেশের শ্রম পরিস্থিতি নিয়ে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সভায় শ্রম প্রতিমন্ত্রীর কাছে এই দাবি তুলে ধরা হয়।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, “আমরা বছরে দু’টি ঈদ উদযাপন করি। সারাবছর শ্রমিকরা এ দুটি ঈদের জন্য অপেক্ষা করেন। তাই শ্রমিকরা তিন দিনের ছুটি মানতে পারছেন না। তাই ছুটি আরও দুদিন বাড়ানোর দাবি করছি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্য শ্রমিক নেতারাও একই দাবি জানিয়েছেন। এছাড়া শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ করার কথা বলেন।

সারাবাংলা/ইএইচটি/এমও

ছুটি পোশাক শ্রমিক শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর