Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ পরিচয়ে অপরাধের পর গ্রেফতার ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ১৭:০৯

চট্টগ্রাম ব্যুরো: পুলিশ পরিচয়ে আবাসিক ভবনে ঢুকে মালিককে মারধর করে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশ।

গতকাল শনিবার (৮ মে) রাতে নগরীর কল্পলোক আবাসিক এলাকার ‘এফ’ ব্লকের তিন নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটেছে বলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন জানিয়েছেন।

গ্রেফতার তিনজন হলেন- রিয়াদ করিম (৩১), মো. ওসমান (২৮) এবং মো. রায়হান (২০)।

ওসি রুহুল আমীন সারাবাংলাকে বলেন, ‘গতকাল (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে তিনজন মো. লিটনের মালিকানাধীন ভবনে প্রবেশ করে। তারা নিজেদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। ওই ভবনের বিভিন্ন বাসায় অনৈতিক কর্মকাণ্ড চলছে দাবি করে ৩০ হাজার টাকা দিতে বলে। অন্যথায় তল্লাশি করে মামলা করা হবে বলে জানায়। টাকা না দেওয়ার লিটনকে মারধর করে। এরপর লিটন একজনের বিকাশ নম্বরে ৫ হাজার টাকা দেন। পরে তিনি কৌশলে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে আমরা গিয়ে ওই এলাকার আরেকটি বাসায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করি।’

বিজ্ঞাপন

গ্রেফতার তিনজন ইয়াবা আসক্ত বলেও জানিয়েছেন ওসি মুহাম্মদ রুহুল আমীন।

সারাবাংলা/আরডি/এমও

গ্রেফতার ৩ পুলিশ পরিচয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর