Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যথাসময়ে ভ্যাকসিন আসবে এবং সবাই পাবে: পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২১ ১৭:১১

আব্দুল মোমেন, ছবি: সারবাংলা

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার ভ্যাকসিন নিয়ে চতুর্মুখী যোগাযোগ অব্যাহত রেখেছে। দুশ্চিন্তার কিছু নেই, সময়মত ভ্যাকসিন পাওয়া যাবে। আগামী ১২ মে চীনের ভ্যাকসিন আসছে। যুক্তরাষ্ট্র আমাদের ভ্যাকসিন দেবে, এছাড়া রাশিয়ার সঙ্গে এই বিষয়ে চুক্তি হচ্ছে।

রোববার (৯ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে পৃথিবীর ১৪০টি দেশ ভ্যাকসিন পায়নি। কিন্তু আমরা সময়মত সিদ্ধান্ত নিয়ে প্রায় এক কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছি।

তিনি বলেন, এই বছর জানুয়ারির ২৫ তারিখে আমরা প্রথম দেশে ভ্যাকসিন নিয়ে আসি। ভ্যাকসিনের জন্য আমরা ভারতের সেরাম কোম্পানির সঙ্গে চুক্তি করেছিলাম। কথা ছিল তারা প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে, কিন্তু তারা কথা রাখতে পারেনি। ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং ভ্যাকসিন তৈরির কাঁচামাল সংগ্রহ করতে বাধাপ্রাপ্ত হওয়ায় তারা সময়মত ভ্যাকসিন দিতে পারছেন না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমন অবস্থা সৃষ্টির সঙ্গে সঙ্গেই আমরা বিশ্বের অন্য জায়গা থেকে ভ্যাকসিন আনার পরিকল্পনা করি এবং এখন আমরা চীন ও রাশিয়া থেকে ভ্যাকসিন আনছি। পাশাপাশি আমেরিকা থেকেও ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে। তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাদের সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস, আমরা যথাসময়ে ভ্যাকসিন আনব। কারও এই বিষয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যথাসময়ে ভ্যাকসিন আসবে এবং সবাই পাবে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, আগামী ১২ মে উপহার হিসেবে চীনের যে ৫ লাখ ডোজ ভ্যাকসিন ঢাকায় আসার কথা রয়েছে, সেই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বিস্তারিত কাজ করছে।

সারাবাংলা/জেআইএল/এসএসএ

পররাষ্ট্রমন্ত্রী ভ্যাকসিন

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর