Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার শপিং মলে আগুন: নিহত ৬৪, নিখোঁজ ১০


২৬ মার্চ ২০১৮ ১০:৩৪ | আপডেট: ২৬ মার্চ ২০১৮ ১৭:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।সারাবাংলা ডেস্ক।।

রাশিয়ার সাইবেরীর শহর কেমেরোভোয়  শপিং মলে আগুন লেগে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন,  আহত হয়েছেন আরও ১০ জন, ধারণা করা হচ্ছে এ ঘটনায় প্রায় ৪১ শিশু আক্রান্ত হয়েছে, খবর বিবিসি।

কয়লা-খনির জন্য বিখ্যাত এ শহরের উইন্টার চেরি কমপ্লেক্স নামের শপিংমলটিতে স্থানীয় সময় রোববার বিকেলে আগুন লাগে। সে সময় বেশিরভাগ লোক মলের ভেতরে সিনেমা দেখছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবি থেকে দেখা যায়, শপিং মল ও তার আশেপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে আছে। এর মধ্যেই কেউ কেউ প্রাণ বাঁচাতে মলের জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজধানী মস্কো থেকে তিন হাজার ৬০০ কিলোমিটার দূরে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কয়লা উৎপাদন কেন্দ্র কেমেরোভো। এই শহরে ২০১৩ সালে বিনোদনের সকল সুযোগ সুবিধা নিয়ে উইন্টার চেরি কমপ্লেক্স যাত্রা শুরু করে।

বিজ্ঞাপন

আগুনের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ।

শহরটির জরুরি বিভাগের উপ-প্রধান ইয়েভগেনি দেদিউখিন বলছেন, প্রাথমিক তথ্য থেকে জানা গিয়েছে, ধসে পড়ে দুটো সিনেমা হলের ছাদ। শপিং মলের প্রায় ১৫০০ বর্গমিটার পর্যন্ত ছড়িয়েছে আগুন।

স্থানীয় দমকল বাহিনীর ৬২টি ইউনিট অগ্নি নির্বাপনের কাজ করছে। আগুন নেভানোর জন্য ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও।

এখন পর্যন্ত শুধু শপিং মলের একটি মুভি থিয়েটার থেকেই পাওয়া গেছে ১৩ জনের লাশ।

সংস্থা ইতার-তাস জানিয়েছে, দমকল কর্মীরা প্রায় একশজনকে শপিং মল থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। আরও ২০ জনকে বিভিন্ন ফ্লোর থেকে উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এমএ

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর