Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে সেনাবাহিনীর মানবিক সহায়তা

সারাবাংলা ডেস্ক
৯ মে ২০২১ ২০:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সেনানিবাসের পাশে প্রায় ৩০০ হতদরিদ্র পরিবারকে একমাসের খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের কারণে লকডাউন পরিস্থিতি মোকাবেলা এবং রমজান উপলক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করে সেনাবাহিনী।

এর আগে চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় কয়েক হাজার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়। রোববার (৯ মে) সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন মাঝেরঘোনা ও ইসলামপুর এলাকায় ৩০০ পরিবারের মাঝে চাল-ডাল-তেলসহ এক মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীনের নির্দেশনায় গত ২২ এপ্রিল থেকে চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। করোনা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়া পর্যন্ত এ মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এনএস

করোনাভাইরাস খাদ্যসামগ্রী বিতরণ চট্টগ্রাম সেনানিবাস বাংলাদেশ সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর