Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ২৪ ঘণ্টায় ৩৭৫৪ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২১ ১৩:০৪ | আপডেট: ১০ মে ২০২১ ১৫:০৩

সর্বশেষ ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন হাজার সাতশ ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন লাখ ৬৬ হাজার ১৬১ জন। খবর রয়টার্স।

সোমবার (১০ মে) স্থানীয় সময় সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা পৌঁছালো দুই কোটি ২৬ লাখ ৬০ হাজারে আর করোনায় প্রাণহানি দাঁড়ালো দুই লাখ ৪৬ হাজার ১১৬ জনে।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, যদিও ভারতে করোনা আক্রান্ত এবং করোনায় মৃত্যুর সংখ্যা আগের কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে তারপরও নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের নিশ্চিন্ত হতে দিচ্ছে না।

বিজ্ঞাপন

স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে মোদির সরকারের ওপর ভারতজুড়ে কঠোর লকডাউন জারির জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর