Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫১৪

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মে ২০২১ ১৬:১০

ঢাকা: গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে নতুন ১ হাজার ৫১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট ১১ হাজার ৯৭২ জনের মৃত্যু হলো। এ দিকে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৭৫ হাজার ২৭ জন।

সোমবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগের দিন রোববার (৮ মে) ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ৫৬ জনের মৃত্যু হয়েছিল। ওইদিন করোনা পজিটিভ হয়েছিলেন ১ হাজার ৩৮৬ জন।

এর আগের দিন শনিবার (৭ মে) করোনায় আক্রান্ত হয়ে ৪৫ জন মারা যায়। আর ওইদিন ১ হাজার ২৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৫৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে।

এ সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৬৩টি। সংগৃহীত নমুনার মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যা ১৬ হাজার ৮৪৮টি। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৫৬ লাখ ৪৭ হাজার ৭৪২টি।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ১ হাজার ৫১৪টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণসহ এ নিয়ে দেশে ৭ লাখ ৭৫ হাজার ২৭ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন।

 গত ২৪ ঘণ্টার হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯৯ শতাংশ। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১১৫ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হলেন মোট ৭ লাখ ১২ হাজার ২৭৭ জন। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৯১ দশমিক ৯০ শতাংশ।

বিজ্ঞাপন

দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৩৮ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৬ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন এবং দুইজনের মৃত্যু হয়েছে বাসায়। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে দেশে মোট ১১ হাজার ৯৭২ জনের মৃত্যু হলো। মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত এই ৩৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ১৩ জন নারী। এদের মধ্যে ২৫ জন ষাটোর্ধ্ব, ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, পাঁচজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

মৃত ৩৮ জনের মধ্যে ১৫ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহীর ছয়জন রয়েছেন। এ ছাড়া বরিশালের দুইজন, সিলেটের তিনজন ও রংপুরের একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এদিকে স্বাস্থ্য অধিদফতর সূত্র বলছে, রোববার দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪৪ জন। সর্বশেষ হিসাব অনুযায়ী প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট ৫৮ লাখ ১৯ হাজার ৯০০ জন।

গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৪ হাজার ৬৫৫ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৩৪ লাখ ৯৬ হাজার ১৮৬ জন।

সারাবাংলা/এসএসএ/একে

করোনা করোনা ভাইরাস টপ নিউজ শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর