Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম কলেজের কর্মচারীরা পেলেন শিক্ষা উপমন্ত্রীর ঈদ উপহার

সারাবাংলা ডেস্ক
১০ মে ২০২১ ১৮:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সরকারি কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ঈদুল ফিতরের উপহার দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর আগে, চট্টগ্রামের সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজের কর্মচারিদেরকেও দেওয়া হয়েছিল শিক্ষা উপমন্ত্রীর উপহার।

সোমবার (১০ মে) চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কাছে শিক্ষা উপমন্ত্রীর উপহার পৌঁছে দেন। এসময় চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ এম মুজিবুল হক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অধ্যক্ষ মুজিবুল হক কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘করোনা মহামারিতে জনজীবন বিপর্যস্ত। এসময় আমাদের সবার উচিত একে অপরের পাশে দাঁড়ানো। ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষা উপমন্ত্রীর ঈদ উপহার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারিদের মধ্যে বিতরণ করেছে। সংকটকালে এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।’

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘করোনা মহামারি শুরুর পর থেকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ব্যক্তিগতভাবে গরীব, দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি দলের নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। উপমন্ত্রীর নির্দেশে আমরা কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের পাশে দাঁড়িয়েছি।’

চট্টগ্রাম কলেজের স্থায়ী-অস্থায়ী দেড় শতাধিক নিম্ন বেতনের কর্মচারির মাঝে শিক্ষা উপমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক অজয় কুমার দত্ত, গণিত বিভাগের সহকারী অধ্যাপক হাছানুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, অনিক চৌধুরী সোহেল, বিশ্বজিৎ শর্মা, জাহেদ হাসান সাইমন, আব্দুল্লাহ আল সাইমন, মিনারুল হক, অর্ণব দেব, জামশেদ উদ্দীন, ওয়াহিদুর রহমান সুজন, আব্দুল মালেক রুমি, মোস্তফা আমান, ইয়াছির আরফাত রিকু, আকবর খান, তৌহিদুল করিম ইমন, আবু তুরাব, গোবিন্দ দত্ত, সায়েদ হোসেন রিফাত, বিশাল হাজারী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর