‘গণমুখী ও কর্মমুখী বাজেট প্রণয়ন করতে হবে’
১০ মে ২০২১ ২০:৩০
চট্টগ্রাম ব্যুরো: কর্মসংস্থানমুখী উন্নয়ন বাজেটের দাবিতে চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে যুব ইউনিয়ন। সংগঠনটির নেতারা বলেছেন, করোনা মহামারিতে বিপুল সংখ্যক মানুষের বেকার হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন করতে হবে। প্রবৃদ্ধির সূচক পূরণের নামে তথাকথিত বাজেট চাপিয়ে দেওয়া যাবে না।
সোমবার (১০ মে) বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্ত্বরে সমাবেশ করে জেলা যুব ইউনিয়ন। এরপর মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে যুব ইউনিয়নের নেতারা বলেন, প্রবৃদ্ধির আসক্তিতে পড়েছে সরকার। যেকোনো পন্থায় প্রবৃদ্ধির সূচক পূরণই যেন তাদের লক্ষ্য। অথচ সরকারের কর্মসংস্থান সৃষ্টিতে নজর নেই। এর মধ্যে করোনার অভিঘাতে দেশে শতকরা ৩৬ জন চাকরি হারিয়েছে। চাকরি থাকলেও নিয়মিত বেতন না পাওয়া, বেতন কমিয়ে দেওয়া নিয়ে দারিদ্র্যের হার বাড়ছে। অনেকে গ্রামে ফিরে গেছেন। তরুণ-যুবকদের মধ্যে হতাশা। বাজেটে সরকারকে এ বিষয়টি বিবেচনায় নিতে হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গণমুখী এবং কর্মমুখী বাজেট প্রণয়ন করা জরুরি।
তারা আরও বলেন, আমরা বেকারত্বের অভিশাপ দেখতে চাই না। যুবকদের হতাশ দেখতে চাই না। আমরা যুবকদের উদ্যোগী হিসেবে দেখতে চাই। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা খুবই জরুরি। এজন্য নতুন চাকরির বাজার তৈরির বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে।
জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, টুটন দাশ, জাবেদ চৌধুরী, রুপন কান্তি ধর, রাশিদুল সামির, জুয়েল বড়ুয়া, মিটুন বিশ্বাস, অভিজিৎ বড়ুয়া প্রমুখ।
সারাবাংলা/আরডি/পিটিএম