Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২১ ২২:০৪

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার সলঙ্গা থানাধীন নতুনপাড়া ও বোয়ালিয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে জিহাদ (৫) ও নোমান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) দুপুর ও বিকালে পৃথক স্থানে পানিতে পড়ে শিশু দু’টির মৃত্যু হয়।

সলঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম ছানোয়ার জানান, নতুনপাড়া গ্রামের মোস্তফার ছেলে নোমান (৪) খেলা করছিল। পরে দুপুর দেড়টায় মোস্তফার বাড়ির পাশে ডোবায় শিশুটির মরদেহ ভেসে ওঠে।

বিজ্ঞাপন

অপরদিকে, থানার নলকা ইউনিয়ন পরিষদের এরান্দহ গ্রামের কামরুল ইসলামের ছেলে জিহাদ (৫) অন্য ছেলেদের সঙ্গে বিকাল ৩টার দিকে মাঠে খেলতে গিয়ে বোয়ালিয়া বিলের খালের পানিতে পড়ে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহ আলম।

সলঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই বা থানাতেও কেউ অবগত করেনি।’

সারাবাংলা/এমও

দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর