Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সহায়তার নামে টাকা আদায়, ২ ব্যক্তির সাজা

লোকাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২১ ২১:৫৬

শাহ আলম

মোংলা (খুলনা): করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে খাদ্যসামগ্রী সহায়তা দেওয়ার নামে অসহায় মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে সাজা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। সোমবার (১০ মে) দুপুরে তাদের সাজা দেওয়া হয়।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজ বংশী উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তরা হলেন— শাহ আলম (৪০) ও হোসেইন (৩৫)।

বিজ্ঞাপন

উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বার এয়ার্ডে মেম্বার মো. আরিফুল ফকির জানান, একটি চক্র অসহায় লোকদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণে নামে প্রায় ৯০ জন ব্যক্তির কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা করে আদায় করছিলেন। বিষয়টি এলাকাবাসী আমাকে জানালে, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তা অবহিত করি। পরে তিনি ওই দুই ব্যক্তিকে আটক করেন।

তবে জরিমানার টাকা পরিশোধ করায় অভিযুক্তদের কারাগারে না পাঠিয়ে মুক্তি দেওয়া হয়। এরপর শাহ আলম জানান, একটি এনজিও’র কাছ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করার জন্য ৬০ জনের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করি। আমরা বুঝতে পেরেছি ওই টাকা আদায় করা ঠিক হয়নি।

কয়েকজন এলাকাবাসী জানান, এমন প্রতারণা মূলক কাজ শাহ আলম এর আগে আরও করেছে। এবার যদি ভাল হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, করোনাকালে সহায়তার নামে অসহায় মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ পেয়ে শাহ আলম (৪০) ও হোসেইন (৩৫) নামের দুই জনকে আটক করা হয়। তারা প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে অভিযুক্তদের তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম সাজা দেওয়া হয়।

বিজ্ঞাপন

জরিমানার টাকা পরিশোধ করায় তাদের দু’জনকে জেল হাজতে না পাঠিয়ে মুক্ত করি। আদায়কৃত টাকা তারা আগামী মঙ্গলবারের (১১ মে) মধ্যে সকলের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন কমলেশ মজুমদার।

সারাবাংলা/এনএস

২ ব্যক্তির সাজা করোনাভাইরাস সহায়তার নামে টাকা আদায়

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-৩
২৬ নভেম্বর ২০২৪ ২৩:১৯

আরো

সম্পর্কিত খবর