নিষেধাজ্ঞা অমান্য করায় ভৈরবে ৯টি যাত্রীবাহী বাস আটক
১১ মে ২০২১ ০০:৩১
ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীবহন করায় ৯টি বাসকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমাবর (১০ মে) সকালে ঢাকা-সিলেট মহসড়কের ভৈরব বাসস্ট্যান্ড ও মাহমুদাবাদ নামক স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত যাত্রীবহন ও আন্তঃজেলা পরিবহনের দায়ে বাসগুলো আটক করা হয়।
এর মধ্যে নাভা পরিবহন, আয়মান পরিবহন, বিশাল পরিবহন, রিমা পরিবহন, শুভযাত্রা পরিবহন, যমুনা পরিহন, গোলাপ পরিবহন ও জিহাদ পরিবহনের বাস রয়েছে। আটককৃত বাসগুলো বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, করোনাভাইরাসের কারণে সরকার লকডাউন শিথিল করে স্বাস্থ্যবিধি মেনে জেলার ভিতরে বাস চলাচলের অনুমতি দিয়েছে। তবে আন্তঃজেলা পরিবহন চলাচলের কোনো অনুমতি দেয়নি। তাই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীবহন করার দায়ে এই বাসগুলো আটক করা হয়েছে।
এ বিষয়ে সিলেট জোনের হাইওয়ে পুলিশ সুপার মো. সহিদ উল্লাহ জানান, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় যাত্রীবাহী ৯টি বাস আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
সারাবাংলা/এনএস