Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়া ঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ১৪:৩১

মানিকগঞ্জ: আসন্ন ঈদুল ফিতরের কারণে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া ফেরি ঘাটে। তবে মহাসড়কের টেপড়া এলাকায় বিজিবির চেকপোস্ট বসানোর কারণে যাত্রী ও ছোট যানবাহন অর্থাৎ প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্যান্য পরিবহন ঘাটে ঢুকতে পারছে না।

শুধুমাত্র লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহনগুলো চেক পোস্টের আওতা মুক্ত রয়েছে। মঙ্গলবার (১১ মে) সকালে ৩-৪টি ফেরি দিয়ে এসব গাড়ি ও যাত্রী পারাপার করা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপ বেশি হওয়ায় বর্তমানে ৭-৮টি ফেরি চলাচল করছে।

বিজ্ঞাপন

বিআইডাব্লিউটিসি’র ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, আজ (মঙ্গলবার) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপ বেড়ে চলেছে। পাশাপাশি বিভিন্ন কায়দায় কিছু প্রাইভেটকার ও মাক্রোবাস ঘাটে ঢুকে পড়ায় সেগুলো পারাপার করা হচ্ছে।

এছাড়াও লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহনগুলোর সঙ্গে যাত্রী পারাপারে বর্তমানে ৭-৮টি ফেরি সচল রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান।

সারাবাংলা/এনএস

ঈদুল ফিতর ঘরমুখো মানুষের চাপ পাটুরিয়া ঘাটে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর