Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলায় নিহত ১১


১১ মে ২০২১ ১৪:৫৯

রাশিয়ার কাজান শহরের এক স্কুলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৯ বছর বয়েসি একজনকে আটক করেছে পুলিশ। বিবিসির খবর।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৮২০ কিলোমিটার পূবের শহর কাজান। আধা স্বায়ত্তশাসিত গণপ্রজাতন্ত্রী তাতারাস্তানের রাজধানী এই শহরটি। কাজান শহরটি রাশিয়ার তৃতীয় রাজধানী হিসেবে পরিচিত। প্রায় ১২ লাখ মানুষের এ শহরের বেশিরভাগই মুসলিম।

স্থানীয় সরকারি কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, শহরের স্কুল নম্বর ১৭৫-এ দুই বন্দুকধারী হামলা করেছে। হামলা শুরুর ঠিক আগে স্কুলের ভেতরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। পরে পুলিশের অভিযানে দুই বন্দুকধারীর একজন নিহত হয়েছে এবং অপরজনকে আটক করা হয়েছে। তার কাছে লাইসেন্সধারী অস্ত্র পাওয়া গেছে।

এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সরকারি কর্মকর্তারা। এছাড়া আরও ১৬ জন আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাতারাস্তানের প্রেসিডেন্ট রুস্তুম মিনিখানোভ মঙ্গলবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি কমপক্ষে চার ছেলে ও তিন মেয়ের নিহতের খবর নিশ্চিত করেন।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর