Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১১ মে ২০২১ ১৫:১৯

মুন্সিগঞ্জ: শিমুলিয়া ঘাট এলাকায় মঙ্গলবার (১১ মে) সকাল থেকেই ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল সন্ধ্যা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হলে মঙ্গলবার সকাল থেকে ১৪টি ফেরি চলাচল শুরু হয়।

এর আগে (৬ মে) বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় শুক্রবার সকাল থেকেই শিমুলিয়া ঘাট এলাকায় দক্ষিণবঙ্গের ঈদ ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করে। ফেরি বন্ধের প্রথম দিন শিমুলিয়া ঘাট এলাকায় হাজার হাজার মানুষ ঘরে ফেরার অপেক্ষায় ছিল। এসময় মানুষের চাপ, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের চাপ সামাল দিতে পর্যায়ক্রমে তিনটি ফেরি দিয়ে প্রায় ১২ হাজার মানুষ পার করেছে। শনিবার, রোববার ও সোমবার এ তিনদিন যাত্রীদের চাপ সামাল দিতে মোট ১৪টি ফেরি ছেড়েছে বিআইডব্লিউটিসি। এর আগে রবিবার ফেরিঘাট এলাকায় মানুষের চাপ সামাল দিতে দুই প্লাটুন বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, ফেরিঘাট স্বাভাবিক রয়েছে। যাত্রী, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের কোনো চাপ নেই। গত সোমবার থেকে এখন পর্যন্ত ১৪টি ফেরি চলাচল করছে।

সারাবাংলা/এসএসএ

শিমুলিয়া ঘাট


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর