ঢাকা: হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের বিরুদ্ধে পল্টন থানার মামলায় পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ মে) বিকেলে রিমান্ড শেষে আজিজুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে, গত ১১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর কয়েকদফায় তাকে রিমান্ডে নেয় পুলিশ।