ঢাকা: জেরুজালেমের আল আকসা মসজিদে হামলা এবং গাজায় বিমান হামলায় ফিলিস্তিনিদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।
মঙ্গলবার (১১ মে) সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে ইসরায়েলি জায়নবাদী গোষ্ঠী ধারবাহিকভাবে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং হত্যাকাণ্ড সংঘটিত করছে। বিশ্ব জনমতকে উপেক্ষা করে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী গোষ্ঠী ফিলিস্তিনি জনগোষ্ঠীকে তাদের আবাসস্থল থেকে উচ্ছেদ করে ইসরাইল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার নীলনকশা বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় সাধারণ ফিলিস্তিনিরা নিজ আবাসভূমি থেকে শুধু উচ্ছেদই হচ্ছে না, ধারবাহিক হামলার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে।
সিপিবি নেতারা বলেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের সংগ্রামের সঙ্গে একাত্মতা বোধ করে। নেতারা এই ন্যাক্কারজনক হামলার আনুষ্ঠানিক নিন্দা ও প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। সেইমঙ্গে সারাবিশ্বের মুক্তিকামী মানুষকে ইসরাইলে দখলদারিত্ব অবসানে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।