Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদিতে করোনা বিধি ভাঙলে ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা


১২ মে ২০২১ ০০:১২

সৌদি আরবে করোনাভাইরাস মহামারিতে জারি বিধিনিষেধ ভাঙলে জরিমানার নতুন হার নির্ধারণ করা হয়েছে। এতে ব্যক্তি পর্যায়ে ১০ হাজার সৌদি রিয়াল থেকে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হয়েছে। আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে জরিমানার হার ১০ হাজার রিয়াল থেকে সর্বোচ্চ ১ লাখ পর্যন্ত নির্ধারণ করেছে দেশটি। সৌদি গেজেটের খবর।

মঙ্গলবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণায় এসব জানানো হয়। এতে বলা হয়, নতুন এ সিদ্ধান্ত মূলত গত বছর করোনাভাইরাসের বিস্তার রোধে নেওয়া ব্যবস্থাগুলোরই ধারাবাহিকতা।

নতুন বিধিতে গণজমায়েত বা একাধিক ব্যক্তির সমাবেশের জন্য দায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকের জরিমানার হার নিম্নরূপ।

—পারিবারিক কোনো অনুষ্ঠানের আয়োজন করলে জরিমানা কমপক্ষে ১০ হাজার রিয়াল।

—কোনো বাড়ি, রেস্ট হাউজ, খামার, ক্যাম্প বা কোনো মুক্ত এলাকায় কোনো জমায়েতের জন্য দায়ী ব্যক্তির জরিমানা ১৫ হাজার রিয়াল।

—সামাজিক কোনো অনুষ্ঠান যেমন জানাজা, পার্টি এরকম কোনো আয়োজনের জরিমানা ২০ হাজার রিয়াল।

—নিজের বাড়ির বাইরে অন্য কোনো বাড়িতে শ্রমিকের দল বা কোনো নির্মাণাধীন প্রকল্প, রেস্ট হাউজ, খামারে ৫ জনের বেশি একত্র হয়ে করোনার বিধি ভঙ্গ করলে জরিমানা ৫০ হাজার সৌদি রিয়াল।

এছাড়া মহামারিকালীন অন্যান্য বিধি যেমন, কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিকদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা না করে নিয়োগ দেয়, বা কোনো শ্রমিক যদি মাস্ক না পরে কাজ করে বা কেউ যদি স্বাস্থ্যবিধি মানতে অবহেলা করেন তবে বিভিন্ন হারের জরিমানা নির্ধারণ করা হয়েছে নতুন বিধিতে।

উল্লেখ্য, সৌদি আরবে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪ লাখ ২৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন- সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর