সৌদি ফেরত যাত্রীর ডোর ক্লোজার থেকে ২ কোটি টাকার সোনা আটক
১২ মে ২০২১ ০০:৩১
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব ফেরত এক যাত্রীর ব্যাগেজে থাকা ডোর ক্লোজারের ভেতর থেকে দুই কোটি ১৫ লাখ টাকার সোনা আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ টিম।
মঙ্গলবার (১১ মে) রাতে ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার মোহাম্মদ আব্দুস সাদেক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি ফেরত ওই ব্যক্তির নাম রবিন মাতবর। তার বাড়ি মুন্সীগঞ্জে। সৌদি এয়ারলাইন্সের এসভি৩৫৮০ ফ্লাইটে করে বিকেল সাড়ে ৩টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
আব্দুস সাদেক জানান, ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিমের নজরদারির মধ্যেই গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন রবিন। সন্দেহজনক গতিবিধির কারণে তার সঙ্গে থাকা ব্যাগেজে কোনো সোনার বার বা অলংকার আছে কি না, তা জানতে চাওয়া হয়। রবিন সঙ্গে সোনা থাকার বিষয়টি অস্বীকার করলে তার ব্যাগেজ স্ক্যানিং করলে তাতে সোনার অস্তিত্ব পাওয়া যায়।
আব্দুস সাদেক আরও জানান, ব্যাগেজ কাউন্টারে এনে ডোর ক্লোজার ভেঙে এর ভেতর থেকে প্রায় ৩ কেজি ৩শ গ্রাম সোনা পাওয়া যায়। এর বাজারমূল্য প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সারাবাংলা/এসজে/টিআর