Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২১ ২১:১০ | আপডেট: ১২ মে ২০২১ ০২:০৮

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে দেশের বাইরে পাঠিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার (১১ মে) পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং থেকে এ আহ্বান জানানো হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনলাইন মিটিংয়ে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলা।

বিজ্ঞাপন

রাজনৈতিক পরিষদের এই সভায় নেতারা মানুষের ঈদযাত্রাসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় গৃহীত এক প্রস্তাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জটিল শারীরিক অবস্থা ও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশযাত্রা নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। পার্টির শীর্ষ নেতারা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে রাজনৈতিক হিসাব-নিকাশ হিসেবে না দেখে মানবিক হিসেবে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

গুরুতর শারীরিক অবস্থায় খালেদা জিয়াকে তার পছন্দ অনুযায়ী দেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সভার প্রস্তাবে। এতে বলা হয়, এবার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে বারবার মানবিকতার কথা বললেও সরকার কেন সেই অবস্থান থেকে সরে এলো (খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার আবেদন নামঞ্জুর), দেশবাসীর কাছে তা বোধগম্য নয়। এ বিষয়ে আর পানি ঘোলা না করে অচিরেই খালেদা জিয়ার বিদেশযাত্রার সুযোগ সরকার নিশ্চিত করবে— এমন আশাবাদ জানান নেতারা।

বিজ্ঞাপন

রাজনৈতিক পরিষদের সভায় গৃহীত আরেক প্রস্তাবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় দেশে ভ্যাকসিন সংকটের জন্য সরকারের অদূরদর্শিতা ও একচোখা নীতিকে  দায়ী করা হয়। সম্ভাব্য সব উপায়ে ভ্যাকসিন আমদানি ও দেশেই ভ্যাকসিন উৎপাদনে অগ্রাধিকারভিত্তিতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়।

একইসঙ্গে সভার প্রস্তাবে সরকারের স্ববিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে জনগণের ঈদযাত্রা  নিরাপদ করার আহ্বান জানানো হয়। সভায় গাজীপুরের টঙ্গীতে ঈদের ছুটির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানানো হয় এবং আহত শ্রমিকদের উপযুক্ত চিকিৎসার দাবি জানানো হয়।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর