Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গঙ্গায় ভেসেছে আরও লাশ

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২১ ০৩:৫৮

ভারতের উত্তর প্রদেশ ও বিহারে গঙ্গা নদীতে ভাসা লাশের সংখ্যা আরও বেড়েছে। এ নিয়ে গঙ্গায় দুই দিনে ৭১টি মৃতদেহে ভেসে এসেছে। তবে স্থানীয়দের দাবি, লাশের সংখ্যা শতাধিক।

গত সোমবার (১০ মে) বিহারের বক্সার জেলার চাউসা গ্রামে গঙ্গা নদীতে ৪০টি লাশ ভেসে থাকতে দেখা যায়। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরইমধ্যে মঙ্গলবার ওই এলাকার ৫৫ কিলোমিটার উজানে উত্তর প্রদেশের গাজিপুর জেলার গঙ্গা তীরবর্তী গ্রাম গেহমারে আরও লাশ দেখা যায়। সেখানে একটি ব্রিজের নিচে লাশগুলো ভাসছিল। এ নিয়ে গঙ্গায় ভেসে আসা লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১।

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন এ সংখ্যা আরও বেশি। স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘চৌসা শ্মশানঘাটের অবস্থা চোখে দেখা যাচ্ছিল না। আমার ধারণা, দুইশো বা তিনশোর বেশি লাশ নদীতে ভাসছিল’। তবে লাশের সংখ্যা নিয়ে স্থানীয়রাও পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন বলেও জানিয়েছে এএনআই।

গেহমারের বাসিন্দারা বলছেন, গত কয়েকদিন ধরে নদী থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ নিয়ে তারা অভিযোগও করেছেন। তবে মৃতদেহ ভেসে আসার খবর শোনার পরই কেবল কর্তৃপক্ষ তৎপর হয়েছে।

মঙ্গলবার লাশ ভেসে আসা খবর পেয়ে নদীর তীরে যায় পুলিশ। গেহমারের স্থানীয় পুলিশ লাঠি দিয়ে নদী থেকে ২৫ থেকে ৩০টি মরদেহ উদ্ধার করে। সে সময় দেখা যায় লাশগুলো ফুলে উঠেছে। এতে বোঝা যায়, বেশ কয়েকদিন ধরে নদীতে ভাসছিল লাশগুলো। এসব মৃতদেহ নদীতে কিভাবে আসলো তা এখনও জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, নদীর উজানে গঙ্গাতীরের গ্রামবাসীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বজনদের শেষ সৎকার না করেই দেহগুলো নদীতে ভাসিয়ে দিয়েছেন।

এদিকে বিহারের বিজেপি এমপি জনার্ধন সিং সিগ্রিওয়াল অ্যাম্বুলেন্স চালকদের দায়ী করেছেন। তিনি অভিযোগ করে বলেন, জয়প্রভা সেতুর উপর এসে অ্যাম্বুলেন্স থেকে মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে বিহার সরকারের কাছে বিস্তারিত তদন্তের দাবি করেছেন তিনি।

বার্তা সংস্থা এএনআইকে গাজিপুরের জেলা ম্যাজিস্ট্রেট এমপি সিং জানিয়েছেন, ‘লাশগুলো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের কি না, এবং এগুলো কিভাবে নদীতে আসলো তা জানতে তদন্ত চলছে’।

উল্লেখ্য ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু আড়াই লাখ ছাড়িয়েছে। করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতের বহু শশ্মাঘাটে সক্ষমতার চেয়েও বেশি মৃতদেহ সৎকার করতে হচ্ছে।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর