Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ লাখ ভ্যাকসিন উপহার দিলো চীন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২১ ১২:০৬

ঢাকা: সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের ৫ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। এই ভ্যাকসিন দেশে আসার পর ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এই ভ্যাকসিন হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে।

বুধবার (১২ মে) ভোর সাড়ে ৫টার দিকে ৫ লাখ চীনা ভ্যাকসিনের এই চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভ্যাকসিন হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (১১ মে) সকাল ৮টায় বিমান বাহিনীর সি-১৩০জে উড়োজাহাজটি ভ্যাকসিনের চালানটি আনার জন্য ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেয়।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল জরুরি ব্যবহারের জন্যে সিনোফার্মের ভ্যাকসিন অনুমোদন দেয় সরকার। এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

সারাবাংলা/জেআইএল

করোনাভাইরাস চীন সিনোফার্মের ভ্যাকসিন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর