Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১২ মে ২০২১ ১৪:৪৬

ফাইল ছবি

মাদারীপুর: বাংলাবাজার ফেরিঘাটে পৃথক ঘটনায় যাত্রীদের হুড়োহুড়িতে পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বুধবার (১২ মে) সকালে ফেরি রো রো শাহ পরাণে একজন ও দুপুর দেড়টার দিকে ফেরি এনায়েতপুরীতে চারজন মারা যায়।

নিহতদের মধ্যে শাহ পরাণ ফেরিতে নিহত শিশুর পরিচয় পাওয়া গেছে। তার নাম আনছার মাদবর (১২)। সে শরিয়তপুরের নড়িয়া নিবাসী। তার স্বজনেরা লাশ নিয়ে গেছে। বাকি নিহতদের পরিচয় খুঁজছে পুলিশ।

মাদারীপুরের শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সারাবাংলাকে বলেন, লাশগুলো ঘটনাস্থলে রাখা আছে, যেন তাদের আত্মীয়রা লাশ শনাক্ত করতে পারেন।

তিনি আরও জানান, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরী থেকে নামতে গিয়ে বেলা দুইটার দিকে পদদলিত হয়ে চারজন মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে শাহ পরান ফেরিতে পদদলিত হয়ে একজন মারা যান।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা /এসএসএ

টপ নিউজ বাংলাবাজার ফেরি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর