২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু
১২ মে ২০২১ ১৫:৩৬
ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের দিন এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এক হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে আগের দিন এই ভাইরাসে ৩৩ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪০ জন।
এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ১২ হাজার ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।
বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৪৫৯টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এসব ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৪৬০টি। আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ২৯৬টি। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ৫৬ লাখ ৭৭ হাজার ২২২টি নমুনা পরীক্ষা হলো। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১ লাখ ৬২ হাজার ৫৮০টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ১৪ হাজার ৬৪২টি নমুনা পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে ১ হাজার ১৪০টিতে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জনের মধ্যে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ২ হাজার ৯২৮ জন সুস্থ হয়েছেন, তা নিয়ে দেশে মোট ৭ লাখ ১৮ হাজার ২৯৪ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ৪০ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তা নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।
এদিকে, গত ৬ মে’র পর থেকে দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম বন্ধ রয়েছে। ওই দিন পর্যন্ত দেশে ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। এখন পর্যন্ত দেশে এই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১০ জন, আর দুই ডোজ ভ্যাকসিন নেওয়া শেষ করেছেন ৩৫ লাখ ৯৩ হাজার ৫২৩ জন।
সারাবাংলা/এসএসএ