Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ দিনে নিম্ন আদালতে ৩৭ হাজার আসামির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২১ ১৬:০৮

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির কারণে সারাদেশের অধস্তন আদালতে গত ২০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি নিয়ে ৩৭ হাজার কারাবন্দী আসামি জামিনে মুক্তি পেয়েছেন। এর মধ্যে উক্ত ২০ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫০৭ জন।

বুধবার (১২ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, মঙ্গলবার (১১ মে) সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে পাঁচ হাজার ৭৩৪টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং তিন হাজার ১৫০ হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

সাইফুর রহমান আরও জানান, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর গত ২০ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৬৮ হাজার ৮৪৩টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৩৭ হাজার হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশু ছিল ৫০৭ জন।

গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি শুরু হয়।

সারাবাংলা/কেআইএফ/এনএস

অধস্তন আদালত করোনাভাইরাস ভার্চুয়াল শুনানি

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর