Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রায় মহাসড়কে দূরপাল্লার বাস, কারণ জানে না ট্রাফিক বিভাগ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২১ ১৭:০১

সিরাজগঞ্জ: এবারের ঈদযাত্রায় সরকারি বিধিনিষেধ থাকলেও অনেকেই তা মানছে না। ঈদ ঘনিয়ে আসায় মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। সিরাজগঞ্জের মহাসড়কে অন্যান্য গাড়ির পাশাপাশি চলছে দূরপাল্লার বাসও।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল এলাকা পর্যন্ত গাড়ির চাপ থাকায় মাঝে মাঝে যানবাহনের ধীরগতি থাকলেও কোথাও যানজট দেখা যায়নি। তবে দূরপাল্লার বাস চললেও এর সঠিক কারণ বলতে পারেননি সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

বুধবার (১২ মে) সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় কথা হয় ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল গণির সঙ্গে। তিনি বলেন, ‘মহাসড়কে অন্যান্য গাড়ির পাশাপাশি দূরপাল্লার বাসও চলাচল করছে। বেশিরভাগ গাড়িই শ্রমিক বহন করছে। আবার অনেক বাস ঢাকাগামী, যারা যাত্রী আনতে যাচ্ছে। দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে কি না বলতে পারছি না।’

সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস ছাড়াও ট্রাক, পিক-আপ, মোটরসাইকেল, মাইক্রোবাসে যে যেভাবে পারছেন নাড়ীর টানে বাড়ির পানে ছুটছেন। শত ভোগান্তিও যেন তাদের পিছু টানছে না। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দে এগিয়ে চলছে তারা।

গাজীপুর থেকে ট্রাক যোগে কড্ডার মোড়ে এসে নামা গার্মেন্টস কর্মী সানোয়ার হোসেন বলেন, ‘অনেক কষ্টে ছয়শ টাকা ভাড়া দিয়ে কড্ডা আসলাম। কিন্তু তারপরও ছেলেমেয়ে ও পরিবারের কাছে যাচ্ছি- এটা ভেবেই ভালো লাগছে।’

নওগাঁ থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার বলেন, ‘আমরা শুনেছি ৭২ ঘণ্টার জন্য দূরপাল্লার বাস চলার অনুমতি দিয়েছে। তাই ঢাকা যাচ্ছি।’

মহাসড়কে পুলিশের নজরদারি ও কার্যক্রম চলছে চোখে পরার মতো। মহাসড়ককে যানজটমুক্ত, যান চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

ঈদযাত্রা টপ নিউজ ট্রাফিক দূরপাল্লার বাস মহাসড়ক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর