Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডব্লিউএইচও’কে স্পুটনিক ভি অনুমোদন দিতে ইউএন মহাসচিবের আহ্বান


১৩ মে ২০২১ ০৪:১৯

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক ভি অনুমোদন দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) আহ্বান জানিয়েছেন জাতিসংঘের (ইউএন) মহাসচিব এন্তোনিও গুতেরেস। স্পুটনিক ভি করোনাভাইরাস মহামারি দমনে ভ্যাকসিনের সংকট কাটাবে বলেও উল্লেখ করেন তিনি। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে আলাপকালে এসব জানান জাতিসংঘের মহাসচিব।

এন্তোনিও গোতেরেস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি ভ্যাকসিনটি অনুমোদন দেয়, তাহলে জাতিসংঘ স্বাগত জানাবে। এ ভ্যাকসিন বিশ্বব্যাপী ভ্যাকসিনের সংকট কাটাতে সাহায্য করবে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব বলেছিলেন, আগামী জুন-জুলাই নাগাদ স্পুটনিক ভি অনুমোদন দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সার্গেই লেভরভ জাতিসংঘের মহাসচিবকে জানিয়েছেন, তার দেশের তৈরি ভ্যাকসিনটি এ পর্যন্ত ৬০টিরও বেশি দেশে অনুমোদন পেয়েছে। এসব দেশে ইতিমধ্যে অন্তত প্রথম চালানের ভ্যাকসিন পৌঁছে গেছে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, জনসন অ্যান্ড জনসন, মডার্না ও সিনোফার্মের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

রাশিয়ার তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন স্পুটনিক ভি ৯৭ দশমিক ৬ শতাংশ কার্যকর বলে দাবি করেছে এর উদ্ভাবক প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি।

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর