Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী-যানবাহনের চাপ নেই


১৩ মে ২০২১ ১০:৫৮ | আপডেট: ১৩ মে ২০২১ ১২:২৭

পাটুরিয়া (মানিকগঞ্জ): জেলার পাটুরিয়া ফেরিঘাট স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) সকাল ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কমে গেছে। ফলে সাধারণ মানুষ ঘাটে এসে স্বস্তিতে ফেরি পার হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, ছোট গাড়ি অর্থাৎ প্রাইভেটকার, মাইক্রোবাসের চাপ কম থাকায় পারাপার করা হচ্ছে পণ্যবাহী ট্রাক। এছাড়া যাত্রীর চাপও তেমন নেই।

বিআইডাব্লিউটিসি ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে ঘরমুখো মানুষ ও ছোট গাড়ির চাপ অনেক কম। যার ফলে ঘাটে আটকে পড়া পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। গতকাল বুধবার থেকেই সবগুলো ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

এর ফলে পাটুরিয়া ঘাটে কোনো ধরনের যাত্রী দুর্ভোগ নেই। আর সাধারণ মানুষ ঘাটে এসে স্বস্তিতে ফেরি পার হচ্ছেন বলেও জানিয়েছেন বিআইডাব্লিউটিসি ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর।

পাটুরিয়া ফেরিঘাট যাত্রী ও যানবাহনের চাপ নেই