Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার


১২ ডিসেম্বর ২০১৭ ১৬:০২

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর মিরপুর এলাকা থেকে অপহৃত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাবিনা ইয়াসমিনকে (১৩)  উদ্ধার করেছে র‌্যাব-৪। অপহরণের চারদিন পর তাকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে মনিপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এসময় অপহরণকারী খন্দকার মুরাদকে (২৮) গ্রেফতার করা হয়েছে ।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সারাবাংলাকে জানান, গত ৭ ডিসেম্বর রাজধানীর মনিপুরের মোল্লাপাড় পূরবী বিদ্যালয়ের সামনে থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিনাকে অপহরণ করে মুরাদ। অপহরণের পর মুরাদ শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি আরও জানান, শিশু সাবিনার পরিবারের সদস্যরা ব্যাপারটি মিরপুর মডেল থানায় জানান এবং ওই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব ঘটনাটি তদন্তে নামে। মঙ্গলবার সকালে, মুরাদ সাবিনাকে অন্য বাসায় সরিয়ে নেওয়ার সময় যেতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সাবিনাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় র‌্যাব।

 

সারাবাংলা/এসআর

শিক্ষার্থী উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর