Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন

সারাবাংলা ডেস্ক
১৩ মে ২০২১ ১২:২২

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। পটুয়াখালী, চাঁদপুর, দিনাজপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, জামালপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী ও বরিশালের অনেক এলাকায় পালিত হচ্ছে ঈদ। সকালে এসব এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আগামীকাল শুক্রবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলার পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলার কুয়াকাটায় আজ ২১ গ্রামের ২৫ হাজার মানুষ উদযাপন করছেন ঈদুল ফিতর। সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে শিশু-কিশোরসহ এসব গ্রামের মানুষের মাঝে। স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮ টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া জেলার সদর উপজেলার ৪ গ্রামে, কলাপাড়ার ৭ গ্রামে, রাঙ্গাবালি ২ গ্রামে, গলাচিপা ৩ গ্রামে , দুমকি উপজেলায় ২ গ্রাম ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এ চান টুপি অনুসারীরা। প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে। তবে এ বছর শুধুমাত্র সদর উপজেলার বদরপুর দরবার শরীফের চান টুপির একাংশের অনুসারীরা গতকাল ঈদুল ফিতর উদযাপন করেছেন।

চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলার ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ সকাল পৌঁনে ৯ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসায়।

বিজ্ঞাপন

সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ৯২ বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে সাদ্রাসহ ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন। ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী বলেন, আমরা মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে আজ ঈদ করছি। আমরা নির্ধারিত কোনো দেশকে ফলো করি না। তবে ঈদুল আযহার কথা বললে পক্ষান্তরে সৌদি আরবকে আমাদের ফলো করতেই হয়। কারণ, হজ্ব ফলো না করলে আমরা কোরবানি করতে পারি না। তারপরও আরব বিশ্বের কোথাও চাঁদ দেখা গেলে তা বিশ্বাসযোগ্য হলে আমরা রোজা পালন এবং ঈদ উদযাপন করি। যদি সেটি আমাদের কাছে নির্ভরযোগ্য মনে হয়।

দিনাজপুর প্রতিনিধি জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিরামপুর উপজেলার দুইটি ইউনিয়নে ঈদুল ফিতরের আগাম নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ১০টি গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবার অংশগ্রহণ করেন।

সকাল ৮টায় বিনাইল ইউনিয়নের আয়ড়া বাজার জামে মসজিদে মাওলানা ইলিয়াস আলী ও জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর জামে মসজিদে মাওলানা দেলোয়ার হোসেন কাজী এ দুটি জামাতে ঈদের নামাজ পড়ান।

খয়েরবাড়ি-মির্জাপুর জামে মসজিদে ঈদের জামাতের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন কাজী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। আর তিন ঘণ্টার কারণে পুরো দিনকে পাথর্ক্য করতে পারে না। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ঈদের নামাজ আদায় করলাম।

চট্টগ্রাম প্রতিনিধি জানান, আনোয়ারা উপজেলার দুটি গ্রামসহ সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ির অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেন। আনোয়ারা উপজেলার বরুমচড়া ও তৈলারদ্বীপ গ্রামে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মির্জাখীল দরবার শরিফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে থাকা মির্জারখীল দরবার শরিফের ভক্তরাও আজ ঈদ উদযাপন করছেন।

মৌলভীবাজার প্রতিনিধি জানিয়েছেন, জেলার শতাধিক পরিবার আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সকাল সাতটায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামের বাসার ছাদে ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।

জামালপুরের সরিষাবাড়ীতে আজ সকাল ৮টার দিকে দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ ঈদগাহ মাঠে ১৩টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন প্রতিনিধি। দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠে সকাল আটটায় মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি জানান, ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প‌তিবার সকাল ১০টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন। জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ,বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, জেলার ৯টি গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গ্রামগুলো হচ্ছে- সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরার একাংশ।

গ্রামগুলোর জাহাগীর তরিকার প্রায় পাঁচ হাজার মানুষ কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও একদিন আগে ঈদ উদযাপন করছে। বিগত বছরগুলোর মতো শিলই গ্রামে এই ঈদ জামাতে ইমামতি করেছেন হাজী ডা. মনিরুল ইসলাম। তিনি এবার অসুস্থ থাকায় তার ছেলে মো. সফিকুল ইসলাম ঈদ জামাত পড়ান ।

বরিশাল প্রতিনিধি জানান, জেলার ৬টি উপজেলার কয়েকটি গ্রামে বৃহস্পতিবার আগাম পবিত্র ঈদ-উল ফিতর পালিত হচ্ছে। বরিশালের কিছু গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় দুই হাজার অনুসারীসহ হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জের সুন্দরকাঠী, মহানগরী ও সদর উপজেলার প্রায় ৫ হাজার অনুসারী প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করেছে।

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়িসহ সদর উপজেলার সাহেবের হাট এলাকায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি এলাকার হাজিবাড়ি জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন নামাজে ইমামতি করেন।

মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি জানান, ৫ গ্রামের শুরেশ্বর দরবারের অনুসারীরা সৌদী আরবের সঙ্গে মিল রেখে বৃহষ্পতিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছে। উপজেলার ভাইজোড়া গ্রামে সাবেক চেয়ারম্যান শামসুল হক খন্দকারের বাড়ি জামে মসজিদ ময়দানে সকাল ১০টায় ও কচুবাড়িয়া গ্রামে হাজী বাড়ি জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও খেতাছিড়া গ্রামে শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার ঈদ উদযাপন করেছে।

নোয়াখালী প্রতিনিধি জানান, প্রতি বছরের মতো এবারও আরব বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার ৭টি মসজিদে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৫টি, জিরতলী ইউনিয়নে একটি ও সদর উপজেলার পৌর এলাকার হরিনারায়নপুর গ্রামে ঈদুল ফিতর পালিত হচ্ছে। উক্ত এলাকা গুলোতে সকাল ৭টা ও ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং স্থানীয় মসজিদের ইমামরা জামাতের নেতৃত্ব দেন।

এদিকে ঈদ-ফিতর উপলক্ষে প্রতিটি গ্রামে গ্রামে ছোট ছোট মেলাও জমে উঠেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, ১১টি গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল ফিতর উদযাপন করছেন।

সারাবাংলা/এসএসএ

ঈদ উদযাপন ঈদুল ফিতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর