Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ দিনে নিম্ন আদালতে সাড়ে ৩৯ হাজার আসামির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২১ ১২:৪৮ | আপডেট: ১৩ মে ২০২১ ১৬:৪৯

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির কারণে সারাদেশের অধস্তন আদালতে গত ২১ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি নিয়ে ৩৯ হাজার ৪১৮ জন কারাবন্দি আসামি জামিনে মুক্তি পেয়েছেন। এর মধ্যে উক্ত ২১ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫২৯ জন।

বুধবার (১২ মে) রাতে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বুধবার সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে চার হাজার ৫২২টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং দুই হাজার ৪১৮ জন অভিযুক্ত হাজতি ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে ২২ জন শিশুও রয়েছে।

তিনি আরও জানান, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর গত ২১ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৭৩ হাজার ৩৬৫টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৩৯ হাজার ৪১৮ জন অভিযুক্ত হাজতি ব্যক্তি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশু ছিল ৫২৯ জন।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি শুরু হয়।

সারাবাংলা/কেআইএফ/এনএস

২১ কার্যদিবস ৩৯ হাজার আসামির জামিন টপ নিউজ নিম্ন আদালত ভার্চুয়াল শুনানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর