সিরাজগঞ্জ মহাসড়কে পৃথক দুর্ঘটনায় ২ পথচারী নিহত
১৩ মে ২০২১ ১৩:০৪
সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলা ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক ও এক নারীর মৃত্যু হয়েছে। নিহত দু’জনেই পথচারী ছিলেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৩ মে) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ও বুধবার (১২ মে) গভীর রাতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার তবারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র জানান, বৃহস্পতিবার সকালে সেতুর পশ্চিমে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আহত হন অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৩০)। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) জিহাদ হাসান জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তবাড়িয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক নারী (২৪)। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সারাবাংলা/এনএস