ঈদ হতে পারে বৃষ্টিমুখর
১৩ মে ২০২১ ২১:২৭
ঢাকা: ঈদের দিন সকালে বৃষ্টি হতে পারে। এমনকি সারাদিনও বৃষ্টি থাকতে পারে। সারাদেশে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস এমন তথ্যই দিচ্ছে।
বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রসহ বৃষ্টি বা বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। আর বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা বাড়তে পারে।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম