Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়তুল মোকাররমে ঈদের জামাতে করোনামুক্তি কামনায় মোনাজাত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২১ ০৯:১৭

ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় প্রথম জামাত শুরু হয়। সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা জামাতে অংশ নেন। জামাত শেষে মোনাজাতে মহামারি করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়।

ঈদ জামাত উপলক্ষে মসজিদে প্রবেশ পথে বসানো হয় জীবাণুনাশক স্প্রে বুথ। নামাজের আগে মসজিদে মাইক থেকে বারবার স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিতে বলা হয়। সকল মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে জামাতে অংশ নেন।

বিজ্ঞাপন

এদিকে নিরাপত্তা জন্য বায়তুল মোকাররম এলাকায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। তৃতীয় জামাত হয় সকাল ৯টায়। চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ১০টা ৪৫ মিনিটে।

সারাবাংলা/ইএইচটি/এসএসএ

ঈদুল ফিতর করোনামুক্তির প্রার্থনা বায়তুল মোকাররম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর