Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৬ দিন পর শনাক্ত হাজারের নিচে, ৫১ দিন পর ৩০-এর নিচে মৃত্যু

সারাবাংলা ডেস্ক
১৪ মে ২০২১ ১৬:৩৮

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরিমাণ এবং করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু আগের দিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণ নিয়ে মারা গেছেন ২৬ জন, যা আগের দিন ছিল ৩১ জন। কেবল আগের দিনের তুলনায় নয়, গত ৫১ দিনের মধ্যেই এটি সর্বনিম্ন মৃত্যু। সবশেষ গত ২৪ মার্চ দেশে করোনা সংক্রমণ নিয়ে ২৫ জন মারা গিয়েছিলেন। এরপর গত ৫১ দিনের মধ্যে আর কোনোদিন ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু ৩০-এর নিচে নামেনি।

বিজ্ঞাপন

এদিকে, আগের দিন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ২৯০ জনের মধ্যে। সে তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৪৮ জনের মধ্যে। সংক্রমণ শনাক্তের এই পরিমাণ গত দুই মাসেরও বেশি সময়ের মধ্যে একদিনে সর্বনিম্ন। এর আগে, গত ৯ মার্চ ৯১২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। এরপর গত ৬৬ দিনে আর কখনো একদিনে শনাক্তের পরিমাণ হাজারের নিচে নামেনি।

শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আগের দিনের তুলনায় সংক্রমণ এত কমে যাওয়ার পেছনের কারণ নমুনা পরীক্ষা কমে যাওয়া। আগের দিন ১৩ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা হলেও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৮৩৫টি।

নমুনা পরীক্ষার সঙ্গে সংক্রমণ কমলেও সংক্রমণ শনাক্তের হার অবশ্য আগের দিনের তুলনায় বেড়েছে। আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ। সে তুলনায় গত ২৪ ঘণ্টায় এই হার ১০ দশমিক ৮২ শতাংশ। এর ফলে গত ১৩ দিন পর সংক্রমণ শনাক্তের হার ১০ শতাংশের বেশি হলো।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি মিলিয়ে ৪৫৯টি পরীক্ষাগারে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৮৩৫টি। এ নিয়ে দেশে মোট ৫৬ লাখ ৯৮ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনায় ৮৪৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সংক্রমণ শনাক্ত হলো ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনের মধ্যে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ৮৫২ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত ব্যক্তির মধ্যে ৭ লাখ ২০ হাজার ৪৭১ জন বা ৯২ দশমিক ৪২ শতাংশ সুস্থ হয়ে উঠলেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যে ২৬ জন মারা গেছেন, তা নিয়ে দেশে মোট ১২ হাজার ১০২ জনের মৃত্যু হলো করোনা সংক্রমণ নিয়ে। মোট সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ, ৭ জন নারী। এদের মধ্যে ২১ জন সরকারি হাসপাতালে ও ৫ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এই ২৬ জনের মধ্যে ১৪ জনের বয়স ৬০ বছরের বেশি, সাত জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, চার জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। বাকি একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর। অন্যদিকে, এই ২৬ জনের মধ্যে ৯ জন ঢাকা বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, তিন জন করে খুলনা ও রংপুর বিভাগে এবং দুই জন করে রাজশাহী ও সিলেট বিভাগে মারা গেছেন।

সারাবাংলা/এসএসএ/টিআর

করোনা করোনা সংক্রমণ মৃত্যু শনাক্ত সুস্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর