Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন শ্বাসকষ্টে বেরোবি শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২১ ২০:৫০

রংপুর: পবিত্র ঈদুল ফিতরের দিন শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. আকতারুল ইসলাম। শুক্রবার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের নিজ বাসায় তার মৃত্যু হয়।

আকতারুলের বাবা তৌফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৩ মে) তরমুজ খেয়ে হঠাৎ পেটের সমস্যা দেখা দেয় আকতারুলের। পরে ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে একটু সুস্থ হয়। এরপর শুক্রবার দুপুরে জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন। এর কিছুক্ষণের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তৌফিকুল ইসলাম আরও জানান, মাগরিবের নামাজের পর পীরগঞ্জ ভেলাতৈড় জামতলী স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। আকতারুল স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে।

এদিকে শিক্ষক আকতারুলের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার কর্মস্থল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও। আকতারুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

সারাবাংলা/পিটিএম

বেরোবি মৃত্যু শিক্ষক শ্বাসকষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর