ঈদের দ্বিতীয় দিনে শিমুলিয়ায় যানবাহনের চাপ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২১ ১৭:১৩
১৫ মে ২০২১ ১৭:১৩
মুন্সীগঞ্জ: ঈদ উপলক্ষে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের উভয় পাড়ে ছিল যানবাহনের চাপ। তবে বেলা বারার সঙ্গে সঙ্গে তা কমে যায়।
শনিবার (১৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শিমুলিয়া প্রান্তে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। আবার বাংলাবাজার থেকে রাজধানীগামী যাত্রীদেরও আসতে দেখা যায়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, সকালে কয়েকটি বাসে করে কিছু যাত্রী শিমুলিয়া প্রান্তে আসে বাংলাবাজার যাওয়ার উদ্দেশে। পাশাপাশি ঢাকায় ঈদ করে কিছু মানুষ আজ বাড়ি যাচ্ছে পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে।
তিনি আরও জানান, আবার এক সপ্তাহের লকডাউন আসছে। যে কারণে অনেক যাত্রীও দক্ষিণাঞ্চল থেকে আসছে। তাই সকালের দিকে যাত্রীদের ভিড় একটু বেশিই ছিল। অ্যাম্বুলেন্স, যানবাহন ও যাত্রী পারাপারের জন্য ১৪টি ফেরি চলছে বলে জানান তিনি।
সারাবাংলা/পিটিএম