Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান হামলা চালিয়ে তিন পিকেকে ‘সন্ত্রাসী দমন’ করল তুরস্ক


১৫ মে ২০২১ ২১:৪৩

ইরাকের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় কুর্দি ওয়ার্কস পার্টির (পিকেকে) তিন সদস্যকে ‘দমন’ করেছে তুরস্ক। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা বিভাগের টুইটারে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ওই বিবৃতিতে পিকেকে সদস্যদের ‘সন্ত্রাসী’ উল্লেখ করে বলা হয়, ‘তাদের দমন করা হয়েছে’। তবে বিমান হামলায় তারা নিহত হয়েছেন কি না তা স্পষ্ট করা হয়নি ওই বিবৃতিতে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু অ্যাজেন্সির খবরে বলা হয়, ‘ইরাকের মেতিনা অঞ্চলে তুরস্কের বিমান বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। এতে পিকেকে পার্টির তিন সন্ত্রাসীকে দমন করা হয়’।

এর আগে গত ২৩ এপ্রিল থেকে উত্তর ইরাকের মেতিনা ও অ্যাভাসিন-বাসিয়ান অঞ্চলের সীমান্ত এলাকায় সন্ত্রাসবিরোধী হামলা শুরু করে তুরস্ক।

তুরস্কের দাবি- পিকেকে সন্ত্রাস গোষ্ঠী বরাবরই উত্তর ইরাকে তুরস্কের সীমান্ত এলাকায় লুকিয়ে থাকে। সেখান থেকে তারা তুরস্কে হামলার ছক কষে থাকে।

আনাদুলু অ্যাজেন্সির খবরে উল্লেখ করা হয়, ৩৫ বছর ধরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে পিকেকে। ওই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ান ইউনিয়ন।

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর