আফগানিস্তানের একটি মসজিদে বোমা হামলায় ১২ জনের মৃত্যুর ঘটনায় শনিবার (১৫ মে) আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে নাশির নিউজ এজেন্সি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দায় স্বীকার করেছে।
শুক্রবার (১৪ মে) কাবুল প্রদেশের শাকার দারাহ জেলায় ওই বোমা হামলার ঘটনা ঘটে।
এর আগে, ঈদ উপলক্ষে সোমবার আফগান সরকার ও উগ্রবাদী গোষ্ঠী তালেবান তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির কয়েকটি জায়গায় পৃথক পৃথম বোমা বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়।