ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন হামাস’র প্রধান ইহাইয়া আল-সিনওয়ারের বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। রোববার (১৬ মে) ভোরে গাজায় পাল্টাপাল্টি হামলার সপ্তম দিনে এই হামলা চালায় ইসরাইল। তবে এ হামলায় হামাস প্রধান বা তার পরিবারের সদস্যদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স।
দেশটির সীমান্তবর্তী শহরগুলোতে রকেট হামলার সতর্ক সংকেত সাইরেন বাজার কিছুক্ষণ পর এই হামলা চালায় ইসরাইল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণের শহর খান ইউনিসে হামাস’র রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান আল-সিনওয়ারের বাড়িতে বোমা হামলা করা হয়েছে। তিনি ২০১১ সালে ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।
গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, চলমান হামলায় এখন পর্যন্ত ১৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪২ জন শিশুও রয়েছে। এদিকে হামাসের হামলায় দুই শিশুসহ ১০ জন ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে হামাসও তেল আবিবে কয়েকশত রকেট হামলা চালিয়ে। এ সময় সাইরেনের শব্দ বেজে উঠলে লোকজন ছোটাছুটি শুরু করে এবং বোমা শেল্টারে আশ্রয় নেয়। আর ইসরাইলের সেনাবাহিনীও রকেটগুলোকে প্রতিহত করার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ‘আয়রন ডোম’ চালু করে।
এর আগে গতকাল শনিবার গাজার শরণার্থী শিবিরে বোম হামলা করে ইসরাইল। এতে শিশুসহ ১০ জন ফিলিস্তিনি হয়েছেন। আলজাজিরা ও এপি অফিসও বোমা হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে শত শত রকেট হামলা চালানো হয়েছে। তারাও গাজা সীমান্তে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করেছে।
এদিকে ইসরাইল ও ফিলিস্তিনের চলামান পরিস্থিতি নিয়ে আজ (রোববার) বৈঠকে বসার কথা রয়েছে জাতিসংঘের।