Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২১ ২২:১০ | আপডেট: ১৬ মে ২০২১ ২২:১৩

ফাইল ছবি

সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, উপজেলার পাটলী ইউনিয়নে এরালিয়া মোহাম্মদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক বৃদ্ধ মারা গেছেন।

নিহতরা হলেন- কুবাজপুর গ্রামের রবি দাসের স্ত্রী চাঁনমতি রবিদাস (৪৫), ছেলে অরুণ রবিদাস (১১) ও এরালিয়া মোহাম্মদ গ্রামের ময়না মিয়া (৬৫)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় তাদের জগন্নাথপুর হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে ছিল। সেই পুকুরের পানিতে মা ও ছেলে গোসল করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

এদিকে, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে এরালিয়া মোহাম্মদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক বৃদ্ধ মারা গেছেন। রোববার (১৬ মে) সকালের দিকে ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘বিদ্যুতের খুঁটি থেকে একটি লাইন ছিড়ে পুকুরের পানিতে পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন মারা যান।’

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সারাবাংলা/এমও

বিদ্যুৎস্পৃষ্ট মর্মান্তিক মৃত্যু

বিজ্ঞাপন

বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা
২১ এপ্রিল ২০২৫ ২০:১৫

আরো

সম্পর্কিত খবর