ভয় থেকেই ঢাকাকে আগাম বার্তা বেইজিংয়ের
১৬ মে ২০২১ ২২:৫৯
ঢাকা: যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত— এই চার দেশের কৌশলগত জোট ‘কোয়াড’কে জড়িয়ে বাংলাদেশ নিয়ে চীনের রাষ্ট্রদূতের মন্তব্যের পর যুক্তরাষ্ট্রও প্রতিক্রিয়া জানিয়েছে। ঢাকা মনে করছে যে, চীনের ভয় হচ্ছে, তাদের কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র কোয়াড তৈরি করছে। তাই চীন আগেভাগেই ঢাকাকে বার্তা দিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সোমবার (১০ মে) ঢাকার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিকাব’ সদস্যদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন। ওই বৈঠকে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘কোয়াড হচ্ছে বৈশ্বিক একটি ছোট জোট (গ্রুপ), যারা চীনের বিপক্ষে। এই অঞ্চলের দেশ জাপান, যুক্তরাষ্ট্রসহ আরও দুটি দেশকে সঙ্গে নিয়ে কোয়াডের নামে কী করছে তা পরিষ্কার। কোয়াড চীনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত।’
এই ইস্যুতে রোববার (১৬ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে সারাবাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় যে, গত ১০ মে কোয়াড নিয়ে চীনের রাষ্ট্রদূতের মন্তব্যের পর গত ১২ মে চীনের উৎপাদিত সিনোফার্মা ভ্যাকসিনের ৫ লাখ ডোজ উপহার হিসেবে অনুষ্ঠানে আপনি বলেন, ‘এখন রমজান মাস চলছে। এই মাস সংযমের, এই মাস ক্ষমা করে দেওয়ার। সামনের দিনে আমাদের দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে, এই বিশ্বাস করি।’ এর মাধ্যমে কী চীনের বেফাঁস মন্তব্যকে ক্ষমা করে দেওয়ার বার্তা দিলেন?
জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সারাবাংলাকে বলেন, ‘তারা তাদের কথা বলেছেন। তারা বলেছে যে, অ্যাগ্রেসিভ মিডিয়ার কারণে বেফাঁস কথা বলে ফেলেছেন। এজন্য তারা দুঃখও প্রকাশ করেছেন। তাদের ইস্যুতো তারা বলবেনই। কিন্তু বলাটা একটু উগ্র হয়ে গেছে।’ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা বলছে যে তারা দুঃখিত, আমরা সেটা অ্যাগ্রি করেছি এবং এটা এখানেই শেষ হয়ে গেছে।’
কোয়াডকে চীন তাদের প্রতিপক্ষ মনে করছে। এই মুহূর্তে চীন বাংলাদেশের খুব ঘনিষ্ট বন্ধু এবং উন্নয়ন অংশীদার। চীনের বিপদে বাংলাদেশের সহায়তা চাইতেই পারে। কোয়াড ইস্যুতে চীন কী বাংলাদেশের সহযোগিতা চেয়েছে? জবাবে ড. মোমেন বলেন, ‘হ্যাঁ, সেটাতো তারা বলেছেই। তাদের ভয়- এই যে কোয়াড যেটা হচ্ছে, এটি তাদের কোণঠাসা করার জন্য আমেরিকানরা তৈরি করছে। এজন্য তারা সবাইকে ওয়ার্নিং দিচ্ছে যে, তোমরা এটাতে যেও না। তারা আরও বলছে যে, আমেরিকানরা একটা নাম দিয়ে সামরিক জোটের (ডিফেন্স প্যাক্ট) মতো করার চেষ্টা করছে, এটা চীনের ভার্সন। আমরা তাদের কথা শুনেছি। কিন্তু আমরা কী করব না করব, সেটা আমাদের ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশ আমাদের বিভিন্ন কথা বলে থাকে। যেমন- আমেরিকানরা প্রতিনিয়তই আমাদের বলে থাকে যে, তাদের ডিফেন্সের অমুক এগ্রিমেন্ট করতে। আমরা এগুলো শুনেই যাচ্ছি। কিন্তু আমরা আমাদের মতো সিদ্ধান্ত নেব।’
এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন সারাবাংলাকে বলেন, ‘বেইজিংয়ের নির্দেশে পরিকল্পনা করেই চীনের রাষ্ট্রদূত এমন মন্তব্য করেছেন। এটা তারা আগেই ঠিক করে রেখেছিল।’
তিনি আরও বলেন, ‘তাদের কাছে হয়তো কোনো তথ্য আছে যে, বাংলাদেশকে কোয়াডে যুক্ত হওয়া বা এই সংক্রান্ত কিছু বলা হয়েছে। তাই চীন আগেভাগেই ওই মন্তব্যের মাধ্যমে তাদের বার্তা জানিয়ে রাখল। আর ভাষাগত ভুলের যে কথা রাষ্ট্রদূত বলেছেন, এটা মূলত কূটনৈতিক কৌশল।’
এই ইস্যুতে ঢাকার অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ এই ইস্যুতে সঠিক পথে আছে। রাষ্ট্রদূতের মন্তব্যের জবাব খুব শক্তভাবেই দেওয়া হয়েছে।’
সারাবাংলা/জেআইএল/পিটিএম
আগাম বার্তা কোয়াড চীন ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ যুক্তরাষ্ট্র