ভারতে দৈনিক সংক্রমণ ৩ লাখের নিচে, ৪১০৬ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২১ ১১:৩৪
১৭ মে ২০২১ ১১:৩৪
করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে প্রায় এক মাস পর প্রথমবারের মতো দৈনিক শনাক্ত আক্রান্তের সংখ্যা তিন লাখের নিচে নেমেছে। কিন্তু, বেড়েছে মৃতের সংখ্যা।
সোমবার (১৭ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন দুই লাখ ৮১ হাজার ৩৮৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আর একই সময় মৃত্যু হয়েছে ৪১০৬ জনের।
দেশটিতে ২১ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত ২৫ দিন ধরে দৈনিক তিন লাখের বেশি কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়ে আসছিল। তারপর এই প্রথম আক্রান্তের সংখ্যা তিন লাখের নিচে নামল।
নতুন আক্রান্তদের নিয়ে ভারতে মোট শনাক্ত হওয়া করোনা আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ৪৬৩ জনে দাঁড়িয়েছে। আর মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৩৯০ জনের।
সারাবাংলা/একেএম