Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শক্তি সঞ্চয় করে অতি প্রবল রূপে ঘূর্ণিঝড় তৌকতায়ে


১৭ মে ২০২১ ১৫:৩০

আরব সাগরে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড় তৈকতায়ে শক্তি সঞ্চয় করে ‘অতি প্রবল’ রূপ ধারণ করেছে। সোমবার (১৭ মে) রাতে এটি ভারতের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। খবর এনডিটিভি, বিবিসি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে গত দুই দিন ধরে ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। উপকূল এলাকা থেকে ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা গেছে, গত দুই দিনের ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আরব সাগরে ঘূর্ণিঝড়টি প্রতিনিয়ত শক্ত সঞ্চয় করেছে। বর্তমানে এ ঘূর্ণিঝড়টি ‘অতি প্রবল শক্তিসম্পন্ন ঝড়’ অবস্থায় উন্নীত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে এক ব্রিফিংয়ে ভারতের আবহাওয়া দফতর জানায়, এটি মুম্বাই থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে।

ভারতের গুজরাট ও মহারাষ্ট্র রাজ্যে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ওই দুই রাজ্যের উপকূল এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হচ্ছে। বার্তা সংস্থা এএনআই’র খবরে বলা হয়েছে, অন্তত ৭ হাজার মাছ ধরার নৌকা সমুদ্র থেকে বন্দরে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া আরও প্রায় ৩০০ বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন বা বন্দরে ফিরিয়ে আনা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাতে গুজরাটের উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। সে সময় ঝড়টিতে বাতাসের বেগ থাকবে প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। উল্লেখ্য, ১৯৯৮ সালের পর ওই অঞ্চলে এটাই হতে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত।

বিজ্ঞাপন

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এরইমধ্যে এ ঘূর্ণিঝড়টি উৎপন্নের খবর এলো।

তৌকতায়ে

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর