শেখ হাসিনা এসেছিলেন বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেল: নিখিল
১৭ মে ২০২১ ১৭:২০
ঢাকা: যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা খুনি জিয়াউর রহমানের ষড়যন্ত্র এবং সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। তিনি এসেছিলেন বলেই অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হয়েছিল বাংলাদেশ। তিনি এসেছিলেন বলেই বাংলাদেশে দেশ আজ উন্নয়নের রোল মডেল।
আজ ১৭ মে (মঙ্গলবার) শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের চার দশক উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল এবং দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ মেগা প্রজেক্টগুলো এগিয়ে চলেছে দুর্বার গতিতে। দেশ আজ মধ্যম আয়ের দেশের দারপ্রান্তে। আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ, পাবনার রূপপুরে আজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে চলেছে। এই সব কিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই।
তিনি জামাত-বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করবে, সংকটে মানুষের পাশে দাঁড়াবে না, দেশকে ধ্বংসের পাঁয়তারা করবে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে কাফনের কাপড় মাথায় বেঁধে তাদের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা এবং তার দীর্ঘায়ু কামনা করে বলেন, যেকোনো সংকট, দুর্বিপাকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থাকবে যুবলীগ।
এসময় আরও বক্তব্য রাখেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, মো. রফিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, মো. জসিম মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তর সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. জহুরুল ইসলাম মিল্টন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. শামছুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক শাহীন মালুম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হেমায়েত উদ্দিন মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. খলিলুর রহমান সরদার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুক্তা আক্তার, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. মাহফুজুর রহমান উজ্জল, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণা বৈদ্য, সহ-সম্পাদক মো. সাইফুল আলম সাইফুল, মো. মামুন আজাদ, গোলাম ফেরদৌস ইব্রাহিম, জামিল আহমেদ, মো. আরিফুল ইসলাম, মো. আলমগীর হোসেন শাহ জয়, মো. রাশেদুল ইসলাম সাফিন, অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন চৌধুরী রিগ্যান, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া, জি এম গাফফার হোসেন, ইঞ্জি. আবু সাঈদ মো. হিরো, মানিক লাল ঘোষ, এবিএম আরিফ হোসেন, সৈয়দ আলাউল ইসলাম সৈকত, মো. বজলুর করিম মীর, ডা. মো. আওরঙ্গজেব, মো. আসাদুজ্জামান সুমনসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
সারাবাংলা/এসএসএ