যশোরে ১০টি সোনার বারসহ পাচারকারী আটক
১৭ মে ২০২১ ১৭:৩৩
বেনাপোল: যশোরের চাচড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০টি সোনার বারসহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৭ মে) সকালে তাকে আটক করা হয়। ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক সুমন মিয়া বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল কোম্পানি সদরের আমড়াখালি চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্য হাবিলদার নুরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে চোরাচালান বিরোধী তল্লাশি অভিযান চালান। অভিযানে চাচড়া মোড় এলাকায় একটি বাসে একজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে।
পরে তাকে আটকের পর দেহ তল্লাশি করে অভিনব কায়দায় প্যান্টের ভিতরে লুকিয়ে রাখা ১০টি সোনার বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার সোনার আনুমানিক মূল্য ৬৭ লাখ টাকা। ভারতে পাচারের উদ্দেশে ওই সোনার বার সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
সারাবাংলা/এসএসএ