Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার মধ্যেও মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ মার্কিন ডলার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২১ ১৮:১৭ | আপডেট: ১৭ মে ২০২১ ২০:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনার মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার। চলতি ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। গত ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ মার্কিন ডলার, যা মোট আয়ের ৯ শতাংশ।

সোমবার (১৭ মে) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য তুলে ধরেন। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস বিফ্রিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘চলতি ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনও বেড়েছে। ২০২০-২১ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিলে ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি টাকা। এক বছরে জিডিপি বেড়েছে ২ লাখ ৯০ হাজার ৯২২ কোটি টাকা। যা মোট জিডিপির ৯ শতাংশ।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বর্তমানে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারকে টাকায় (১ ডলার ৮৪ টাকা ৮১ পয়সা) রূপান্তর করলে বেড়ে দাঁড়ায় এক লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা। এটা আমাদের অর্জন।’

সারাবাংলা/জিএস/পিটিএম

১৬৩ মার্কিন ডলার করোনা মাথাপিছু আয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর